মোস্তফা কামাল, ডুলাহাজারা:
আলেম সমাজের অহংকার কক্সবাজার জেলার সূ-পরিচিত চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রশিদ (পীর সাহেব) হুজুরের স্বরণে মালুমঘাট আল-হাসনাইন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ৩ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে।
এ উপলক্ষ্যে মাহফিল পরিচালনা কমিটি ইতিপূর্বে মাহফিলের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। গত কাল সরেজমিনে গিয়ে দেখা যায়, মালুমঘাট বাজারের একশ গত দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পার্শ্বে ডুমখালী গ্রামের প্রধান সড়কের মাথায় সজ্জ্বিত মাহফিলের অস্থায়ী গেইট দিয়ে একটু ভেতরে গেলেই ডুমখালী ক্রীড়া সংস্থার বিশাল মাঠ। এই মাঠেই হুজুরের জানার নামাজে লক্ষ মানুষের ঢল হয়েছিল। হুজুরের স্মৃতি ময়ে কক্সবাজার জেলার সর্বস্থরের মানুষের সার্বিক সহযোগীতায় মালুমঘাট আল-হাসনাইন সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা প্রতি বছর হুজুরের স্মরণে ৩দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন এই মাঠে করে তাকেন।
এবারও মাহফিল উপলক্ষ্যে এই বিশাল মাঠে পুরুষ-মহিলা আলাদা আলাদা ভাবে ২টি পেন্ডেলের কাজ চলছে। আবার মাহফিলকে ঘিরে মাঠের দুই পার্শ্বে বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা টুপি, পাঞ্জাবী, ইসলামিক বই, কসমেটিক, চায়ের দোকান ও ভাতের হোটেল সহ বিভিন্ন সামগ্রীক দোকান পাট অস্থায়ীভাবে নির্মাণ করতে দেখা গেছে।
আল-হাসনাই সমাজ কল্যাণ পরিষদের সভাপতি-হাফেজ মাওলানা আলিম উদ্দীন নোমানী ও সাধারণ সম্পাদক- আহাসানুল হাসান জানান, প্রতিবারের মতো এবারও মাহফিলটি আগামী ২২,২৩ ও ২৪ নভেম্বর শুরু করতে যাচ্ছি। এবারের মাহফিলে দেশের প্রখ্যাত আলেমগণ পবিত্র কুরআন থেকে বিষয় ভিত্তিক তাশরিফ আনিবেন।
এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াতের আহ্বান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।