আমি একজন নাইক্ষংছড়ি উপজেলার ২নং বাইশারী ইউনিয়ন পারিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য। গেল নির্বাচনে আমার ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আমাকে তাদের পবিত্র মূল্যবান ভোট প্রদানের মধ্য দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেন উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে। জনগণের অর্পিত দায়িত্ব আমি সুনাম এবং পরিচ্ছন্নভাবে পালন করে আসতেছি। আমার ওয়ার্ডে অামার যতেষ্ট জনপ্রিয়তা, সুনাম ও মর্যাদা রয়েছে। আমার জনপ্রিয়তা কমানোর জন্যে কিছু কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে।

গত ১৯ নভেম্বর রোজ রবিরার কক্সবাজারের সর্বাধিক পড়ুয়া জনপ্রিয় অনলাইন নিউজ পত্রিকা ‘ককক্সবাজার নিউজ ডটকম’ পোর্টালে “বাইশারীতে ইউপি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণ ও নির্ঘাতন মামলা” শিরোনামে অভিযোক্তা হিসেবে আমার বিরুদ্ধে নিউজ প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিউজে বলা হয়েছে মামলার বাদিনী “গত বুধবার রাত আটটায় ঈদগাঁও থেকে ফেরার পথে বাইশারী উত্তর করলিয়ামুড়া এলাকায় পৌঁছলে তাকে কৌশলে একদল সন্ত্রাসী অপহরণের চেষ্টা চালায়। ইউপি সদস্য সাদেকের নেতৃত্বে তার উপর নির্যাতন চালানো হয়। সে প্রাণ হাতে নিয়ে সন্ত্রাসীদের বন্দীদশা থেকে পালিয়ে আসেন”।

বাস্তবিক অর্থে আমি ঐ দিন নিজ বাড়িতে পরিবারের সাথে অবস্থান করছিলাম। কিছু কুচক্রী মহল সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করছে। সামাজে আমার ও আমার পরিবারের সুনাম ও মর্যাদা রয়েছে। যা তারা ষড়যন্ত্রমূলকভাবে আমাকে অপহরণ মামলার সাথে জড়িয়ে আমাকে তথা আমার পরিবারকে সম্মানহানি করছে।

উক্ত অপহরণ ও নির্যাতন মামলা আমার বিরুদ্ধে একটি সাজানো নাটক। উক্ত ঘটনার সাথে আমার কোনো প্রকার সম্পৃক্তাতা নেই। যার প্রমাণ গত ১৯ নভেম্বর বান্দরবান জেলা দায়রা জজ কোর্ট থেকে আমাকে সম্মানের সাথে জামিন দেওয়া হয়েছে।

 

 

প্রতিবাদকারী
আনোয়ার সাদেক
ইউপি সদস্য ৪ নং ওয়ার্ড,
২ নং বাইশারী ইউনিয়ন পরিষদ, নাইক্ষংছড়ি।