ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোনের অভিজাত ৪টি খাবারের দোকানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইলকোর্ট।
শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৮টা থেকে ১১ পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এই সময় অপরিস্কার ও নোংরা পরিবেশ এবং অতিরিক্ত দাম রাখায় ভোক্তা অধিকার অাইন, ২০০৯ এর ৪০ এবং ৫২ ধারা মোতাবেক হান্ডি রেস্টুরেন্ট ৫০ হাজার টাকা, লাজিজ বিসটো ৫০ হাজার টাকা, ফ্যাসিফিক ক্যাফে ১০ হাজার টাকা, বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজ ২০ হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নোমান হোসেন।
একই অভিযোগে বিভিন্ন ফিস ফ্রাই এর দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নোমান হোসেন জানান, কিছু খাবাবারের দোকানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের অভিযোগ দীর্ঘদিনের। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, ভোক্তার অধিকার রক্ষায় মোবাইল কোর্ট চলমান থাকবে।
উল্লেখ্য, অপরিস্কার ও নোংরা পরিবেশ এবং অতিরিক্ত দাম রাখার অভিযোগে এর আগেও হান্ডি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়।