সংবাদদাতা:
নাইক্ষ্যংছড়ির বাইশারিতে এক নারীকে অপহরণচেষ্টার অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার সাদেকসহ ১০জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আনোয়ার সাদেক বাইশারি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। গত শুক্রবার রাতে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারী।

মামলার বাদি মুঠোফোনে বলেন, গত বুধবার রাত আটটায় ঈদগাঁও থেকে ফেরার পথে বাইশারির উত্তর করলিয়ামুড়া এলাকায় পৌঁছলে তাঁকে কৌশলে একদল সন্ত্রাসী অপহরণের চেষ্টা চালায়। ইউপি সদস্য সাদেকের নেতৃত্বে তার ওপর নির্যাতন চালানো হয়। সে প্রাণ হাতে নিয়ে সন্ত্রাসীদের বন্দিদশা থেকে পালিয়ে আসেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম তৌহিদ কবির বলেন, এক নারীকে অপহরণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যসহ ১০জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদেরকে আইনের আওতায় আনা হবে।