এম.মনছুর আলম, চকরিয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরাম উল হাসান মিন্টুকে গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশবিশেষ কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রদলের উদ্যােগে ১৮নভেম্বর শনিবার দুপুরে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া পৌরশহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা টাওয়ারের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,চকরিয়া উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো.জকরিয়া, জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক মঈনুল আমিন ইমু,উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল আবচার রিয়াদ,সাধারণ সম্পাদক মো.নোমান,চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক শরিফুল ইসলাম,বর্তমান সভাপতি মিনহাজ উদ্দিনসহ অসংখ্য ছাত্রদল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেন,সরকার অগণতান্ত্রিক ভাবে ঈর্শান্বিত হয়ে ছাত্রদলের বেগবান রাজনীতিকে স্তব্ধ করার জন্য মিথ্যা মামলা দিয়ে মেধাবী ছাত্রনেতা মিন্টুকে গ্রেপ্তার করেছে।অতিবিলম্বে ছাত্রনেতা মিন্টুকে ছাত্র জনতার মাঝে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বানসহ তার নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছেন সমাবেশে বক্তারা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।