এম.মনছুর আলম, চকরিয়া:
চকরিয়ায় সুপারী গাছ থেকে পড়ে মুহাম্মদ রাকিব (১০) নামের এক শিশুর মর্মান্তিত মৃত্যু হয়েছে।নিহত শিশু রাকিব পৌরসভার পশ্চিম বাটাখালী এলাকার ফরিদুল আলমের পুত্র বলে জানাগেছে।১৮নভেম্বর শনিবার সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের তরছঘাটাস্থ সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার ছলিম উল্লাহর বাড়িতে শনিবার সকাল ৯টার দিকে তার বসতভিটা সুপারী গাছ থেকে সুপারী পাড়তে গাছে উঠে শিশু রাকিব।এক পর্যায়ে সুপারী গাছের অর্ধেক উঠার পর শিশু রাকিবের হাত পিছলে সে নিচে মাঠিতে পড়ে যায়।এ সময় স্থানীয় ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চকরিয়া জমজম হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেনন।স্থানীয় ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মো.বশিরুল আইয়ুব গাছ থেকে পড়ে শিশু রাকিব নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী কাছে জানতে চাইলে তিনি বলেন,গাছ থেকে পড়ে শিশু নিহত হওয়ার ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।ঘটনা তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।