প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলার সফল সভাপতি, মজলুম ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধিত করেছে সংগঠনের উখিয়া উপজেলা শাখা। ১৭নভেম্বর ( জুমাবার) বিকেলে অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দেয়া এ সংবর্ধনার জবাবে হাফেজ আবুল মঞ্জুর বলেছেন, ইসলামী ছাত্রসমাজ মেধাবী ছাত্রজনতার সুসংহত প্লাটফরম। এ সংগঠনের মাধ্যমে নিজেদের মেধা-প্রতিভার বিকাশ সাধন ও ঈমানী চেতনাকে শাণিত করার লক্ষ্যে ছাত্রজনতাকে প্রত্যয় গ্রহন করতে হবে।
উখিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ মুহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হাফেজ আলিম উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক হাফেজ শওকত আলী, জেলা সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা অর্থ সম্পাদক মুহাম্মদ মুজ্জাম্মেল হোসাইন, খুনিয়া পালং ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নোমান প্রমুখ।
সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি, দেশ -জাতির কল্যাণ এবং পিএসসি ও পিইসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।