এন কবির, বান্দরবান:
বান্দরবানে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী শওকত হোসেন (৩৭) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শনিবার দুপুরে বান্দরবান মেঘলার মৃত্তিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত হোসেন বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আইসিটি বিভাগের শিক্ষক ও চট্টগ্রামের পদুয়া ৪নং ওয়ার্ডের মীর পাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি এক সন্তানেক জনক ছিলেন। এদিকে এ ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী অভিভাবকরা ছুটে আসেন হাসপাতালে। শোকের ছায়া নেমে আসে শিক্ষা প্রতিষ্ঠানে।
বান্দরবান জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি দীলিপ কুমার বণিক জানান, নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে শওকত হোসেন স্কুলে আসার পথে মেঘলা মৃত্তিকার সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান।
বান্দরবান সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো: আলমগীর জানান, দূর্ঘটনায় মাথায় প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারনে ঘটনাস্থলেই মারা যান শওকত হোসেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা গোলাম ছরোয়ার জানান- লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পর ঘাতক ড্রাইভার পালিয়েছে। রেইচা ক্যাম্পে ট্রাক (বগুড়া-ড-১১-০৩৪৮) আটক করা হয়েছে।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারী কর্মকর্তা এবং সহকর্মী শিক্ষকরা।
বান্দরবানে ট্রাক চাপায় কলেজ শিক্ষক নিহত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।