মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবু, কক্সবাজার :
কক্সবাজার শহরের অন্যতম সেচ্ছাসেবী সুবিধাবঞ্চিত শিশুসংগঠন কক্সবাজার শিশুকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে, শহরের পেশকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। ১৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কক্সবাজার শিশুকল্যাণ ফাউন্ডশনের পরিচালক সাফওয়ান মুহাম্মদ তারেক আজিজের সভাপতিত্বে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা লেলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশকার পাড়ার কৃতিসন্তান শাহ মুঃ আবু তৈয়ব এবং আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবু সালেহ এবং ক্রিয়েটিভ সায়েন্স ক্লাব এর বিজ্ঞান সম্পাদক আ.স.ম রুম্মান ও কক্সবাজার শিশুকল্যাণ ফাউন্ডেশনের সদস্য যথাক্রমে ফাহিম বিন ফরিদ মুঃ আতিক মুঃ ইয়াসীন সহ ফাউন্ডেশনের অনন্য সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা লেলী শিশুকল্যাণ ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ কে স্বাগতম জানান এবং অতীতে মেধাবী শিক্ষার্থীদের জন্য এই ধরনের ব্যতিক্রম ধর্মী কমসূচী চালু রাখার আশাব্যক্ত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।