সংবাদ বিজ্ঞপ্তি

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমিনুল হক আমিনের পিতা বিশিষ্ট সমাজসেবক সোলতান আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২.৪০ টার সময় নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগের কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি কয়েকমাস যাবৎ বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে এবং ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

সোলতান আহমদ দীর্ঘ ২৫ বছর স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্বপালন করেন।

শুক্রবার (১৭ নভেম্বর) বাদ মাগরিব স্থানীয় মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত মুসল্লিদের উদ্দ্যশ্যে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সিকদার এবং মরহুমের ছেলে আমিনুল হক আমিন। সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেন, মরহুম সোলতান আহমদ প্রকৃতপক্ষে একজন ভাল মানুষ ছিলেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমৃত্যু আওয়ামীলীগকে বুকে ধারন করেছিলেন। তার মৃত্যুতে আমরা একজন প্রবীণ মুরব্বী এবং আওয়ামীলীগ কর্মীকে হারালাম।