প্রেস বিজ্ঞপ্তি :
অসহায়, দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা চিটাগাং ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ’কে রোহিঙ্গাদের চিকিৎসার জন্য ৬ লাখ টাকার মেডিকেল সামগ্রী বিতরণ করেন। কক্সবাজারের উখিয়াস্থ বালুখালী ২\১ নং রোহিঙ্গা ক্যাম্প এ হিউম্যান এইড বাংলাদেশের স্থাপিত এবং চিটাগাং ওয়েলফেয়ার ট্রাস্টের ইউকে’র সহযোগিতাই পরিচালিত মেডিকেল ক্যাম্পে গত ১৫ই নভেম্বর এসব মেডিকেল সামগ্রী হস্তান্তর করা হয়।
সিডব্লিউইউকে’র চেয়ারম্যান ট্রাস্টি নাসিম আহমেদ ও ট্রাস্টি সৈয়দ কফিল আহমেদ’র উদ্যোগে এসব মেডিকেল সামগ্রী হস্তান্তর করেন ম্যানেজার বাংলাদেশ মশিউল হক বাবু। হিউম্যান এইড বাংলাদেশের পক্ষে ডিরেক্টর এন্ড কন্ট্রোল জনাব সোহরাওয়ার্দী এসময় উপস্থিত থেকে মেডিকেল সামগ্রী গ্রহণ করেন। হস্তান্তরকৃত মেডিকেল সামগ্রীর মধ্যে ছিল ১৫ টি মেডিকেল বেড, ৪ টি নেবুলাইজারসহ অক্সিজেন সিলিন্ডার, বিভিন্ন ধরনের সার্জিক্যাল আইটেম, বিভিন্ন ধরণের ঔষধ এবং ৬ টি স্ট্যান্ড ফ্যান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।