প্রেস বিজ্ঞপ্তি :
সাতকানিয়া-লোহাগাড়া সমিতির আসন্ন নির্বাচনে প্রচার সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তরুন সাংবাদিক বলরাম দাশ অনুপম। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের পৌর সুপার মার্কেটের ২য় তলায় সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশনার মাস্টার বোরহান উদ্দিন ও এস্তাফিজুর রহমানের হাতে মনোনয়নপত্র দাখিল করেন বলরাম দাশ অনুপম। এসময় তার সাথে ছিলেন অপু ধর, জনি ধর, দিদারুল ইসলাম, লালন পাল, প্রতিরোধ পাল রনি, তাপস দাশ, স্বপন দাশ প্রমুখ। আগামী ৩০ নভেম্বর সাতকানিয়া-লোহাগাড়া সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকলের দোয়া/আর্শিবাদ ও সমর্থন কামনা করেছেন সাংবাদিক বলরাম দাশ অনুপম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।