রামু প্রতিনিধি:
রামুতে বাস চাপায় দূর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত মাহমুদুল হক (৩০) রামুর রাজারকুল ইউনিয়নের কাট্ট্রলিয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। শুক্রবার দুপুর একটার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা হাসপাতাল গেইট এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান জানিয়েছেন, নিহত মাহমুদুল হক ওই সময় নিজের অটোরিক্সা (সিএনজি) গাড়ি রেখে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী বাস (হানিফ পরিবহন) তাকে ধাক্কা দেয়। এসময় গাড়ির পেছনের চাকায় তার মাথা পিষ্ট হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে ঘটনাস্থলে মাহমুদুল হক প্রাণ হারান।

জানা গেছে, মাহমুদুল হকের দুটি সিএনজি গাড়ি রয়েছে। যার একটি নিজে চালাতেন। আরো একটি পুরনো গাড়ি কেনার জন্য তিনি জোয়ারিয়ানালা এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি দূর্ঘটনার শিকার হন। তিনি দুই সন্তানের জনক। তার মৃত্যুতে এলাকার শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

রামু থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান এ দূর্ঘটনায় মাহমুদুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।