পেকুয়া সংবাদদাতা:
পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বকসুমুরা এলাকায় জসিম উদ্দিন (২৮) নামের বাকপ্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭নভেম্বর) সকাল ১১টায় লিচু গাছের উপর থেকে গামছা পেছানো ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

সে ওই এলাকার আবু ইউসুপের ছেলে। এ ঘটনায় কাউটে আটক করেনি পুলিশ।

নিহতের স্ত্রী রাবেয়া বেগম জানায়, তার স্বামী মানসিকভাবে অসুস্থ ও বাকপ্রতিবন্ধী। বিভিন্ন সময় সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল। শুক্রবার ভোরে সবার অগোচরে সেই বাড়ির একটি লিচু গাছের উপর ওঠে গলার সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করে।

তবে, কি কারণে আত্নহত্যার ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।নেপথ্যে কোন রহস্য আছে কিনা তা বের করার দাবী এলাকাবাসীর।

পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জসিম উদ্দিন বাকপ্রতিবন্ধী। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। আপাততঃ কেউ আটক হয়নি।