অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি মাদ্রাসা প্রাঙ্গণে গাঁদা ফুলের গাছে ফুলের ডোগায় মানুষের মুখমণ্ডল সদৃশ একটি কাণ্ড দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়ালাভাঙা এলাকার মহিউসসুন্নাহ মাদ্রাসার ফুল গাছে বিষয়টি দেখতে পায় আবাসিক শিক্ষার্থীরা।

বিষয়টি এলাকায় জানাজানি হলে তা দেখতে হাজারো মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

মহিউসসুন্নাহ মাদ্রাসার পরিচালক মনিউর রহমান জানান, দুপুরে মাদ্রাসা মাঠে আবাসিক শিক্ষার্থীরা খেলার সময় গাছে মানুষ সদৃশ মুখমণ্ডলটি দেখতে পায়। এতে পুরোপুরি মানুষের মুখমণ্ডল, চোখ, কান, নাক, ঠোঁট সবই রয়েছে।

তিনি জানান, বিষয়টি ছাত্ররা প্রথমে মাদ্রাসার শিক্ষিকাকে জানায়। তিনি মাদ্রাসার তাকে বিষয়টি অবহিত করেন।

মাদ্রাসার ওই গাছের পাতায় আরও একটি মানুষ সদৃশ মাথা রয়েছে বলে জানান পরিচালক মনিউর রহমান জানান।- যুগান্তর