রিয়াজ উদ্দিন , পেকুয়া :

পেকুয়া উপজেলার টইটং এ হাজী নজির আহমদ (৫২) নামের এক কমিউনিটি পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। অাজ বেলা ১ টার দিকে টইটং ইউনিয়নে হাসানের জুম এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাজী নজির আহমদ ৪ নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারী। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই সময়ে মৃত ফতেহ আলীর পুত্র হাজী নজির আহমদের নিজস্ব বসতভিটার একটি গাছ একই এলাকার ফজল আহমদের পুত্র মোজাম্মেল গং জোরপূর্বক কাটতে ছেয়েছিলেন। এ সময় গাছের মালিক নজির আহমদ বাধা দিলে একই এলাকার ফজল আহমদের পুত্র মোজাম্মেল, মৌলভী দেলোয়ারের পুত্র আবুল কালাম, মৃত রশিদ আহমদের পুত্র জাকের হোসেন গং দা, কিরিচ দিয়ে হাজী নজির আহমদকে (৫২) কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। আহত হাজী নজির আহমদ জানান, এ ব্যাপারে তিনি পেকুয়া থানার অফিসার ইনচার্জকে েমৗখিকভাবে অবহিত করেছেন।