প্রেস বিজ্ঞপ্তি :
দৃর্বৃত্তের কবলে পড়ে আহত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য।
রিয়াজ হায়দার চৌধুরীর উপর পরিকল্পিত এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নপা কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক রোকমনুর জামান রনি ও চট্টগ্রামের প্রথম ২৪ ঘন্টার অনলাইন পত্রিকা “নিউজচিটাগাং২৪” নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন।পৃথক পৃথক বিবৃতিতে তাহারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার আইনে বিচার ও সাংবাদিকসহ সর্বসাধারণের নিরাপত্তা বিধানের দাবি জানান।
উল্লেখ করা যেতে পারে সাংবাদিক স্বরূপ ভট্টাচার্যের বাবা সুনীল ভট্টাচার্য ও সাংবাদিক স ম ইব্রাহিমকে হাসপাতালে দেখতে যান রিয়াজ হায়দার চৌধুরী।হাসপাতাল থেকে ফেরার পথে নগরীর জামালখানে এলাকায় খাস্তগীর স্কুলের সামনে দুই দৃর্বৃত্ত তাদের উপর হামলা করে। রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্রধারী, ছিনতাই ও চাঁদাবাজিতে সক্রিয় কায়সার হামিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।