সংবাদ বিজ্ঞপ্তি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার লম্বাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনজুর আলম। প্রধান শিক্ষক মোঃ রুবায়েদ নাহিদ নুর এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্কুল ফিডিং প্রোগ্রামের কর্মকর্তা সাংবাদিক আব্দুর রশিদ ও স্কুল ফিডিং প্রোগ্রামের ইউনিয়ন প্রতিনিধি মোঃ ওসমান গনি।
এছাড়া স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার হিসেবে প্রত্যেককে মেলামাইন প্লেট প্রদান করেন। শিক্ষকদের পক্ষ থেকে তাদেরকে প্রদান করা হয় পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষা উপকরন একটি করে স্কেল, ২ টি কলম, পেনসিল ও ১টি করে রাবার। পরে পরীক্ষার্থীদের পরীক্ষায় সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
লম্বাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।