সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের ফুটপাত দখল মুক্তকরণ, ময়লা আবর্জনা পরিস্কার ও রাস্তার খানা খন্দক মেরামত দাবীতে স্মারকলিপি দিয়েছে পরিকল্পিত কক্সবাজার আন্দোলন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন স্মারকলিপি গ্রহণ করে দাবীগুলো দ্রুত বাস্তবায়নের আস্বস্থ করেন। পরিকল্পিত কক্সবাজার গড়তে স্থানীয়দের এক যুগে কাজ করতে হবে এবং আমজনতার স্বার্থে এ সমস্যার সমধানে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান জেলা প্রশাসক।
এদিকে কক্সবাজার শহরের প্রধান সড়কের দু’পাশ দখল করে দোকান বা ঝুঁপড়ি দোকান নির্মাণ করেছে। এছাড়া সড়কের পাশে যে ময়লা আবর্জনা সাধারণ পথচারিদের চলাচলে চরম ব্যাঘাত হচ্ছে। তাছাড়া শহরের সড়ক, উপ-সড়ক গুলোর বেশ কিছু অংশে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। এই শহর যেন একটি যানযটের নগরীতে পরিনত হচ্ছে। যে কারণে পর্যটন শহর কক্সবাজার সাধারণ মানুষ ও দেশবিদেশী পর্যটকদের কাছে দিন দিন ভাবমূর্তি হারাচ্ছে।
পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক আব্দুল আলীম নোবেলের নেতৃত্বে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- কক্সবাজার সদর মানবাধিকার কমিশনের সভাপতি ও পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের মানবধিকার বিয়ক সমন্বয়ক দেলোয়ার হোসেন চৌধুরী,পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের আইন বিষয়ক সমন্বয়ক রাসিব আহাম্মেদ, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক সিয়াম মাহমুদ সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়ক ইসা রুহুল্লাহ রাহুল, নির্বাহী সদস্য ইউসুফ আরমান এসোসিয়েট মেম্বার মোহাম্মদ সোহেল, মিজানুর রহমান মিজান ও মোঃ মাহফুজুল করিম প্রমুখ।
ফুটপাত দখল মুক্তকরণ, ময়লা আবর্জনা পরিস্কার ও রাস্তা মেরামতের দাবী
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
