নুসরাত পাইরিন :

গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে পৌরসভার আওতাধীন হোটেল-মোটেল ও আবাসিক এলাকায় ডাস্টবিন বিতরণ অনুষ্ঠান। এ উপলক্ষে পৌরসভা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, শহরে থাকলে শহর পরিষ্কার রাখা সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। তাই সকলকে নির্ধারিত ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার আহবান জানান। পৌরসভা কর্তৃপক্ষকে এ বিষয়ে নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি এই ডাস্টবিনগুলো সুষ্ঠ ব্যবস্থপনার পরামর্শ প্রদান করেন । দৈনিক একটি নির্দ্দিষ্ট সময়ের মধ্যে ডাস্টবিনের ময়লাগুলো অপসারণ করার পরামর্শ প্রদান করেন। এছাড়া জেলা প্রশাসক মহোদয় নির্দ্দিষ্ট ডাস্টবিনে কোন প্রতিষ্ঠান বা কেহ ময়লা না ফেলে যত্রতত্র ফেলে তাদেরকে সকল পৌর-নাগরিক সুবিধা না দেয়ার পরামর্শ প্রদান করেন পৌরসভা কর্তৃপক্ষকে। পৌর মেয়র (ভারপ্রাপ্ত ) মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর সভার কাউন্সিলরবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, হোটেল-মোটেল ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় পর্যায়ক্রমে প্রায় ২২০০ ডাস্টবিন বিতরণ করা হবে বলে পৌরসভা সূত্রে জানানো হয়।