বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের সদর থানা অফিসার ইনচার্জ রফিক উল্লাক’কে বিদায় সংবর্ধনা দিয়েছে বান্দরবান প্রেসক্লাব । বুধবার সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাব হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি অফিসার ইনচার্জ রফিক উল্লাহ স্মৃতিচারণ করে বক্তব্য রাখতে গিয়ে বলেন- ‘‘পুলিশ-সাংবাদিকের কাজ একই সূত্র। চাকরী পরবর্তী সময়ে কোন পেশায় যদি সংযুক্ত হই তাহলে প্রথমেই লেখালেখি এবং পরে ব্যবসাকে প্রাধান্য দেবো। সংবর্ধিত করার মাধ্যমে আমাকে সম্মানিত করায় প্রেসক্লাবসহ সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান পুলিশের এ কর্মকর্তা। প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক সভাপতি বাদশা মিয়া মাষ্টার, সাবেক সাধারন সম্পাদক মিনারুল হক বক্তব্য রাখেন। এসময় সিনিয়র সাংবাদিক এনামুল হক কাশেমী, বুদ্ধজ্যোতি চাকমা, এমএ হাকিম চৌধুরী,আলাউদ্দিন শাহরিয়ার,নুরুল কবিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্সট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বান্দরবান প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।