ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় পরিত্যক্ত অবস্থায় এক হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫নভেম্বর) দিনগত গভীর রাত ৩টার দিকে উপজেলার টইটং সীমান্ত ব্রীজ সংলগ্ন এলাকা থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত রায়ের নেতৃত্বে একদল পুলিশ এসব ইয়াবা বডি উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টইটং ইউনিয়নের সীমান্ত ব্রীজ এলাকার অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবা বডিগুলো রেখে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করলে, তারা খাল পার হয়ে বাশখালী এলাকায় ঢুকে পড়ে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।