শাহজালাল শাহেদ, চকরিয়া:
চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২০১৭সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠান বুধবার ১৫নভেম্বর সকাল ১১টার বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল আখেরের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাফর আলম বি.এ (অনার্স) এম.এ।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক মো. নূরুল কবির, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ারুল কাদের ও বিশিষ্ট শিক্ষাবিদ কমরেড নুরুল আবছারসহ গণমান্য ব্যক্তিবর্গ।

এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফজলুল কাদেরসহ পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, অভিভাবক প্রতিনিধি, অভিভাবক ও সর্বশ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ২০১৭সালের পঞ্চম শ্রেণির মেধাবি শিক্ষার্থী অংকনা বড়–য়াসহ প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন।

প্রাথমিক শাখার সিনিয়র শিক্ষক মোহাম্মদ রিদুয়ানুল হকের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাথমিক শাখার পরিচালক মাস্টার অলসন বড়–য়া। এদিকে বুধবার সকালে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় খতমে কুরআন, দোয়া মাহফিল ও বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।