মোঃ আবুল কাশেম, ঈদগড়:
রামুর ক্রাইমজোন খ্যাত ঈদগড়-ঈদগাঁও সড়কের পানেরছরা ঢালা থেকে মোঃ রুবেল (২৩) নামে যুবক অপহরণ করেছে দুর্বৃত্তরা।
১৪ নভেম্বর দিবাগত রাত ১০টার দিকে তাকে ৭-৮ জন অস্ত্রধারী জিম্মি করে নিয়ে যায়।
প্রায় ১ ঘন্টা পর এক লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে অপহরণকারীরা।
অপহৃত রুবেল ঈদগড় ইউনিয়নের টোঠার বিল এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, মোঃ রুবেলকে অপহরণ করে গহীন অরণ্যের দিকে নিয়ে যায়। দুই ঘন্টার মধ্যে মুক্তিপণের টাকা না দিলে তাকে খুন করবে বলে পরিবারের লোকদের হুমকি দিয়েছে।
ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস আই মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে অভিযান চলছে। উদ্ধার না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
রামু থানা ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, এ এস আই মোরশেদ, ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকসহ এলাকাবাসীকে সাথে নিয়ে প্রায় ৮ ঘন্টা অভিযান চালানো হয়েছে। অপহরণকারীরা বার বার স্থান পরিবর্তন করছে। গহীন জঙ্গলের কারণে কষ্ট হলেও উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত অভিযান চলবে।
র‍্যাব, বিজিবি, পুলিশ যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে রুবেলকে উদ্ধার করে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবী এলাকাবাসী। অন্যথায় আইনশৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রসাশনের হিমশিম খেতে হবে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হয়নি রুবেল।