সিবিএন:

কক্সবাজার বিমানবন্দর থেকে ১ হাজার ইয়াবাসহ মোঃ মনির হোসেন নামের এক যাত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি ভোলা চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ইন্সপেক্টর ধনঞ্জয় চন্দ্র দেবনাথ জানান, ইয়াবাসহ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার খবরে অভিযান চালিয়ে মোঃ মনির হোসেন নামের এক যাত্রী আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সে  বেসরকারী বিমান নভো ইয়ারের যাত্রী এবং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আ্ইনে মামলা দায়ের করা হয়েছে।