মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারে চলাচল পথ দখল করে মালামাল রাখায় ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মঙ্গলবার) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান এ জরিমানা করেন।
প্রতিষ্টানগুলো হলো মালুমঘাট বাজারের মেসার্স আই.এম মেশিনারী এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোর ও মেসার্স মায়ের দোয়া হার্ডওয়ার। পরে বাজারের মহাসড়কের পাশ দিয়ে ভরাট হওয়া ড্রেন পরিদর্শন করেন চকরিয়ার ইউএনও।
এসময় তিনি জানান, মালুমঘাট বাজারের দীর্ঘ দিনের ভরাট হওয়া ড্রেনটি শীঘ্রই সংস্কার কাজ শুরু করা হবে। ফলে বাজারের ক্রেতা-বিক্রেতা সহ সবাই উপকৃত হবেন।
পরিদর্শনকালে সাথে ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, বাজার কমিটির নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চলাচলের পথে মালামাল, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।