ইমরান হোসাইন, পেকুয়া:
দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফরিদুল আলমের পরিবারের পাশে আছে কক্সবাজার জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। চিকিৎসাকালীন সময়েও তার পাশে ছিলাম আমরা। তার একমাত্র শিশুকন্যা ও স্ত্রীর প্রতি আমাদের সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে।
মঙ্গলবার (১৪নভেম্বর) বিকেলে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত শোকসভায় এসব কথা বলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
এসময় তিনি আরো বলেন, দলের জন্য পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সদ্যপ্রয়াত সহসভাপতি ফরিদুল আলমের ত্যাগ অবিস্মরণীয়। যা আমাদের প্রেরণা যোগায়। বিগত জোট সরকারের আমলে পেকুয়া চকরিয়ায় আওয়ামী রাজনীতি করতে গিয়ে জেল-জুলুম, অত্যাচারিত হয়েছেন তিনি। কিন্তু সবকিছু উপেক্ষা করে স্বাধীনতার সপক্ষে বলিষ্ঠ কন্ঠে গেয়ে গেছেন জয়গান। তাকে হারিয়ে জেলা আওয়ামীলীগ আজ গভীরভাবে শোকাহত।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এ্যাড. কামাল হোসেনের সভাপতিত্বে ও পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা অা’লীগের সহসভাপতি এ্যাড. অামজাদ হোসেন, রেজাউল করিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালিদ মুহাম্মদ মিথুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন অাহমদ, সদস্য এটিএম জিয়া উদ্দিন জিয়া, এসএম গিয়াস উদ্দিন,উম্মে কুলসুম মিনু, চকরিয়া উপজেলা অা’লীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদি, পেকুয়া উপজেলা অা’লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী, পেকুয়া উপজেলা আ’লীগের সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, এম. শহিদুল্লাহ, পেকুয়া সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি অাজম খান, পেকুয়া উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল অাবছার, পেকুয়া উপজেলা ওলামালীগের সভাপতি ইউনুস কাদেরী, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাহউদ্দিন মাহমুদ ও ছাত্রলীগ নেতা ফারুক অাজাদ প্রমুখ। শোকসভায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ, পেকুয়া উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন সকালে পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর অালমের নেতৃত্বে মরহুম ফরিদুল অালমের দোয়া কামনায় খতমে কোরাঅান, কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত মরহুমের বাড়িতে অনুষ্ঠিত হয়।