মোস্তফা কামাল:
চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারের পানি চলাচলের ভরাট হওয়া দীর্ঘ দিনের ড্রেইনটি শীগ্রই সংস্কারের কাজ শুরু করবেন বলেছেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) নুর উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান।
মঙ্গলবার ১৪ নভেম্বর বিকাল ৩ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান মালুমঘাট বাজারের মহাসড়কের পাশ দিয়ে পানি চলাচলের নালা বর্তমানে ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়া ড্রেইনটি পরিদর্শনে এসে অতি শীগ্রই ড্রেইন সংস্কারের একথা বলেছেন। এসময় মালুমঘাট বাজারের পুঁতপাট দখলে নিয়ে মালামাল রাখার অপরাধে ৩ দোকানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমারনা করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান। এসব প্রতিষ্টান গুলো হচ্ছে, মালুমঘাট বাজারের মেসার্স আই এম মেশিনারী এন্ড ডিপার্টমেন্টাল স্টোর, মেসার্স মায়ের দোয়া হার্ড ওয়ার এন্ড ইলেকট্রনিক ও আল মদিনা হার্ড ওয়ার। ড্রেইন পরিদর্শন ও প্রতিষ্টানকে জরিমানা করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন, ডুলাহাজারার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ নুরুল আমিন, ইউপি সদস্য মোঃ রফিক, সাংবাদিক মোস্তফা কামাল, বাজার সভাপতি মোঃ মনজুর আলম ও সেক্রেটারী মোঃ ইছাক মিয়া, প্রমুখ।
মালুমঘাট বাজারের ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে