শাহদে মিজান, সিবিএন:
কক্সাবাজার শহরে চলাচলরত ৩১ টমটম আটক করেছে জেলা প্রশাসন। চালকের গায়ে নির্দিষ্ট পোশাক ও পরিচয়পত্র না থাকার দায়ে টমটমগুলো আটক করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা প্রিয়ংকার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটক করা সব টমটম পৌরসভার লাইসেন্সভুক্ত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়ংকার জানান, টমটম চালকদের পৌরসভার দেয়া নির্দিষ্ট পোশাক ও পরিচয়পত্র রয়েছে। কিন্তু চালকেরা তা ব্যবহার করে না। এতে নানা দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) নির্দেশে নির্দিষ্ট পোশাক ও পরিচয়পত্রবিহীন চালকের চালিত টমটমগুলো আটক করা হয়েছে।
তিনি বলেন, আটক করা টমটমগুলো নষ্ট করা অথবা মালিকদের জরিমানা করা হতে পারে।
কক্সবাজারে ৩১ টমটম আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।