মো: আকতার হোছাইন কুতুবী/মোহাম্মদ আলমগীর ॥
বাংলাদেশের আলোচিত অফিসার ইনচার্জ (ওসি), সন্ত্রাসীদের মূর্তিমান আতঙ্ক জাকির হোছাইন মাহমুদ সন্ত্রাসীদের জনপদখ্যাত ফটিকছড়ি থানার ওসি হিসেবে গতকাল যোগদান করেছেন। চৌকস এ পুলিশ কর্মকর্তা মানবসেবার ব্রত নিয়ে পুলিশে যোগদান করার পর থেকে দেশ-জাতি, মা-মাতৃকার টানে যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই দেখিয়েছেন সফলতা।
জানা যায়, তিনি কক্সবাজারের গোয়েন্দা শাখার (ডিবি), ট্যুরিস্ট পুলিশ ও সিআইডি’র অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সকলের প্রিয় জাকির হোছাইন মাহমুদ সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেন। কারণটা হলো মিশুক প্রকৃতির পুলিশের এই কর্মকর্তা ছোট-বড় সবার সাথে মিলেমিশে আইন-শৃঙ্খলাকে সর্বোচ্চভাবে নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করতেন সর্বদা। চৌকস জাকির সন্ত্রাসীদের কাছে মূর্তিমান আতঙ্কের একটি নাম। বলাবাহুল্য তিনি কক্সবাজারের ডিবি’র ওসি থাকাকালীন ইয়াবার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন। তাই তিনি তিন মাসের চেয়ে বেশিদিন ওই চেয়ারে টিকে থাকতে পারেন নি। অনেক বড় বড় মামলা তদন্ত করে আসল রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সুনামও কুড়িয়েছেন অনেক। যখন যে সেক্টরে দায়িত্ব পালন করেছেন সেখানেই তিনি আইন-শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করে এলাকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন। দক্ষ পুলিশের এ কর্মকর্তা জাতিসংঘের অধীনে শান্তি মিশনেও ছিলেন অনেক দিন। স্থানীয় এলাকাবাসীর ধারণা সন্ত্রাসের অভয়ারণ্য জনপদ ফটিকছড়ির সাধারণ জনগণ এবার স্বস্তির নিঃশ্বাস ফেলত পারবেন। কারণ তার চাকরি জীবনে কোন ক্ষমতাধর ও সন্ত্রাসীদের সাথে আপোষ করতে দেখা যায়নি। ওসি জাকির স্বাধীন ও সার্বভৌমত্ব বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে এতোবেশি হৃদয়ের গভীর থেকে ভালবাসেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। গরিব-অসহায় বিচার প্রার্থীদের সবচেয়ে বেশি প্রাধান্য দেন ওসি জাকির। এক আলাপচারিতায় এ প্রতিবেদককে তিনি বলেন, মানবসেবার ব্রত নিয়ে পুলিশে যোগদান করেছি। জনগণ ও বিচার প্রার্থীদের মুখে পুলিশের ভাল কর্মকা- বের হোক সেটাই আমার কামনা। আমরা জনগণের বন্ধু সেই জনগণকে নিরাপত্তা ও শান্তিতে রাখা আমার মূল দায়িত্ব। আমি জানি, ফটিকছড়ি একটা বিশাল জায়গা। সেহেতু অনেক মানুষের বসতি। ভাল-খারাপ মিলিয়ে সবধরনের মানুষ থাকবে। তাদেরকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশের যে দায়িত্ব পালন করা দরকার সেটা পুলিশ করবে। তবে চাকরি জীবনে কারো রক্তচক্ষুকে পরোয়া করিনি। যতদিন আল্লাহপাক জনগণের বন্ধুর কাতারে রাখবেন, ততদিনও কারো রক্তচক্ষুকে ভয় করবো না। আমি ফটিকছড়ির সংসদ সদস্য থেকে শুরু করে জনপ্রতিনিধিদের ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনাদের উপজেলায় যেনো আমি আইন-শৃঙ্খলার সর্বোচ্চ নিয়ন্ত্রনে রাখতে পারি।
দেশের আলোচিত চৌকস ওসি জাকির ফটিকছড়িতে যোগদান করলেন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে