জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ফরেষ্ট অফিস এলাকায় ১৩ নভেম্বর সোমবার দুপুর ১ টায় চট্টাগ্রাম মূখি প্রাইভেট কার গাড়ি থামিয়ে তল্লাসি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মো: মামুন সরদার (৪৭) নামের এক পাচার কারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহ্নত গাড়িটিও আটক করা হয। সে রাজশাহী রাজবাড়ী সদর বড় লক্ষীপুর বাবর আলী সরদারে পুত্র। এ অভিযানে পরিচালনা করেন, লোহাগাড়া থানার ওসি শাহজাহান পিপিএম বার এর নির্দেশে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল জলিল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।
পুলিশ পরিদর্শক আব্দুল জলিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ফরেষ্ট অফিস এলাকায় চট্টগ্রাম মূািখ প্রাইভেট কার গাড়িকে থামিয়ে তল্লাসী করলে গাড়ির পার্টস এর ভেতর লুকিয়ে রাখা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকারী গাড়ির ড্রাইভারকে আটক ও পাচার কাজে ব্যবহ্নত জব্দ করে থানায় হেফাজতে নিয়ে আসে।
লোহাগাড়া থনাার ওসি মোঃ শাহাজাহান পিপিএম বার বলেন, ৫ হাজার পিস ইয়াবাসহ ১ যুবক আটক করা হয়। পাচার কাজে ব্যকহ্নত গাড়ি জব্দ করা হয়। এ ব্যাপারে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।