সিবিএন:
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার তিন দিন পর অবশেষে মারা গেলেন কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরের ব্যবসায়ী ফিরোজ আহমদ। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
১৩ নভেম্বর ভোর ৪.২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে ১০ নভেম্বর রাতে নাপিতখালী বটতলীর তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীদের হাতে ছূরিকাহত হন তিনি। তাকে মূমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাখায় হয় আইসিইউতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। ফিরোজ আহমদ ৩ সন্তানের জনক। প্রশাসনিক প্রক্রিয়া শেষে আজ বিকেলে তার নামাজে জানাযা নাপিতখালী চাকার দোকান জামে মসজিদ মাঠে অনুষ্টিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
মরহুম ফিরোজ আহমদ ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব অছিয়র রহমানের বড় ছেলে এবং কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সম্বন্ধি।
ফিরোজ আহমদের মৃত্যুর সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খুনীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে এলাকাবাসী।
এদিকে এলাকার স্বজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ফিরোজ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামপুর নতুন অফিস এলাকার বাসিন্দা কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর।
তিনি মরহুমের আত্নার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
ছুরিকাঘাতের তিন দিন পর মারা গেলেন ইসলামপুরের ব্যবসায়ী ফিরোজ আহমদ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে