অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরী অসুস্থ । রোববার (১২নভেম্বর) সকালে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে । হাসপাতালে দেখতে গেছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে মেয়র আ জ ম নাছির উদ্দীন । এর আগে ২০১৫ সালের ১ মে এবিএম মহিউদ্দীন চৌধুরীর ফুসফুসে পানি জমার কারণে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছিলন । এরপর অনেক দিন তিনি সুস্থ হন ।

শনিবার (১১ নভেম্বর) যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালদিঘি ময়দানে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি বলেছেন, দুর্দশা-দুর্ভোগ বয়ে আনে এমন কোনও কাজ যে কোনও প্রতিষ্ঠান করলে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করবই । প্রতিবাদ করার জন্য রাজপথে আমার মৃত্যু হলেও আমি তা পরোয়া করি না । মহিউদ্দিন চৌধুরী বলেন, যুবলীগের নেতাকর্মীদের সততার সঙ্গে কাজ করতে হবে । জনপ্রতিনিধি হয়ে জনগণ বিরোধী কোনও কাজ করা যাবে না । জনস্বার্থ বিরোধী কোনও কাজ কোনও জনপ্রতিনিধি করে থাকলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে । এরপর রোববার সকালে তিনি অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতারে ভর্তি করা হয় ।