নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সালামের এমপিও (মানি পেমেন্ট অর্ডার) স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক আদেশে এই তথ্য জানা গেছে। পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত কারণে তার এমপিও স্থগিত করা হয়েছে।

ওই আদেশ মতে, ২০১৬ সালের আলহাজ্ব আলী আছিয়া কেন্দ্রের ২ নং কক্ষে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় মুখে উত্তর বলে দিয়েছিলেন হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত „প্রধান শিক্ষক আবদুস সালাম। প্রমাণ হিসেবে এই সংক্রান্ত ভিডিও সংরক্ষণ করা হয়। এই অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদন এবং পরীক্ষা সংক্রান্ত শৃঙ্খলা কমিটির সুপারিশ মতে ওই শিক্ষকের এমপিও স্থগিত করা হয়। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়েছে।