হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতার দায়ে টেকনাফে ভ্রাম্যমান আদালত ৩ যুবককে ৬ মাস করে বিনাশ্রম সাজা দিয়েছেন। টেকনাফ সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকা থেকে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ৩ যুবককে আটক পূর্বক সাজা প্রদান করেছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক।
জানা যায়, ১১ নভেম্বর সকাল ৯ টায় সাবরাং কচুবনিয়া এলাকা থেকে মোহাম্মদ ইসমাইল (২২), মোঃ ফারুক (২৮), মোহাম্মদ ইদ্রিসকে (৪৫) রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতার অভিযোগে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যগণ আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম সাজা দেন। আটক ৩জন পূর্বেও মানব পাচারের সাথে জড়িত ছিল বলে জানা যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক জানান আগামী কয়েকদিনের মধ্যে টেকনাফ উপজেলার প্রত্যেক ভাড়া বাসায় রোহিঙ্গা ধর পাকড় অভিযান শুরু হবে। এব্যাপারে অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। তাছাড়া রোহিঙ্গাদের বাসা ভাড়া দেয়া মালিকদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।