সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো মোহনা টেলিভিশনের ৮ম বর্ষে পদার্পণ অনুষ্টান। এ উপলক্ষ্যে সকাল ১১টায় বিশাল র্যালী শহীদ মিনার থেকে শুরু হয়ে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর পর জেলা পরিষদের হল রুমে অনুষ্টিত হয় আলোচনা সভা। জ্যেষ্ট সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টুর সভাপতি„ত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলার প্রতিচ্ছবি মোহনা টেলিভিশন স্বল্প সময়েই দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। সামনে আরো এগিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করছে জনপ্রিয় এই টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন বলেন, বস্তুনিষ্ট সাংবাদিকতায় এক ধাপ এগিয়ে মোহনা টেলিভিশন। গ্রাম-বাংলার প্রতিচ্ছবি তুলে ধরছে অবিরত। বিশেষ অতিথির বক্তব্যে ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট কবি ড. খন্দকার আলী আজম বলেন, মোহনা টেলিভিশন বিনোদন জগতে প্রথম ফোনো লাইভের প্রবর্তন করে। এই টেলিভিশন চ্যানেলটি সংবাদের পাশাপাশি বিনোদনমূলক অনুষ্টান প্রচারে অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা লে. কর্ণেল আনোয়ারুল আজিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া, উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা। বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমীনের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল।
অনুষ্টানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার ও কক্সবাজার রিপোর্টার ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, চ্যানেল আই ও দৈনিক আমাদের সময় পত্রিকার কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আয়ুবুল ইসলাম, দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রকাশক বেলাল উদ্দিন বেলাল।
অনুষ্টানের এক পর্যায়ে বিশাল কেক কেটে বাংলার প্রতিচ্ছবি মোহনা টেলিভিশনের ৮ম বর্ষে পদার্পন উদ্যাপন করা হয়।
অনুষ্টানে কর্মরত সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, জ্যেষ্ট সাংবাদিক মো: আমান উল্লাহ, একুশে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুল আজিজ, দৈনিক ইত্তেফাকের কক্সবাজার জেলা প্রতিনিধি সায়েদ আলমগীর, এসএ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার বার্তা সম্পাদক আহসান সুমন, দৈনিক কক্সবাজার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দুল কাদের, দৈনিক ইনানীর মফস্বল সম্পাদক জসিম উদ্দিন সিদ্দিকী, অনলাইন নিউজ কক্সবাজার খবর’র সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, দীপ্ত টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনর রশিদ, বিজয় টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি শাহ আলম, এশিয়ান টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ইমাম হোসাইন শফিক, দৈনিক ইনানীর চীফ রিপোর্টার বলরাম দাশ অনুপম, দি ডেইলী সানের কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার বার্তা সম্পাদক ওয়াহিদুর রহমান রুবেল, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার বিশেষ প্রতিবেদক মো: শাহাদত হোসাইন, চীফ রিপোর্টার আতিকুর রহমান মানিক, দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার আজিম নিহাদ, দৈনিক আজকের কক্সবাজার পরিত্রকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, দৈনিক রূপালী সৈকতের টেকনাফস্থ স্টাফ রিপোর্টার আবছার কবির আকাশ, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সভাপতি এম, আবু হেনা সাগর, সংবাদকর্মী শফিউল্লাহ শাহীন ও শাহী কামরান।
বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর জাতীয় পার্টির সভাপতি কামাল উদ্দিন, কমরেড ফরিদ আলম, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, নারী নেত্রী শাহেনা আক্তার পাখি, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার জিএম শহিদুল করিম শহিদ,ওশান গ্রুপের ম্যানেজার দিদারুল আলম, সিনিয়র ক্যামরাপার্সন ফজল কাদের নুরী, জসিম উদ্দিন, মামুন মিয়া, বাবু দে, রানা দাশ, প্রকাশ দে, রূপন দে, মো: ইউনুছ, সংবাদপত্র সেবী আবুল ফয়েজ, সাহাব উদ্দিন জীবন প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।