হামিদুল হক, ঈদগড়:
ঈদগড়ে এক উপজাতী সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।জানা যায়,গত ১১নভেম্বর সকাল ৯টায় বান্দরবান লামা পাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার ভোংগাজন ত্রিপুরার পুত্র উপজাতী সন্ত্রাসী সংগঠনের সদস্য ও লামার আলোচিত কেলাথোয়াই হত্যা মামলার এজাহার ভূক্ত আসামী ঠসাপ্রু প্রকাশ পেলে ত্রিপুরা (৪৫)।
ঈদগড় বাজারের একটি মুদির দোকানে অবস্তান করলে গোপন সূত্রে খবর পেয়ে রামু থানার এএস আই মোর্শেদ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের আই সি আবুল হাসেমের নেতৃত্বে পুলিশ দল তাকে আটক করে।
গয়ালমারা এলাকার রাবার বাগানের কয়েকজন মালিক জানান,আটক পেলে ত্রিপুরা উপজাতী সন্ত্রাসীদের যোগসাজশে চাঁদাবাজি সহ পাহাড়ি এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।এ এসআই মোর্শেদ জানান,আটকৃত উপজাতীর বিরোদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।