হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
দেশের প্রতিটি উপজেলায় একটি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণের তালিকায় অর্ন্তভূক্ত করার দাবিতে মানববন্ধন করে টেকনাফ উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগসহ সামাজিক সংগঠন, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে।
শনিবার ১১ নভেম্বর বেলা ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানবন্ধন শেষে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যানের সভাপতিত্বে ছাত্রনেতা আবদুল বাসেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান, নাগরিক কমিটির আহবায়ক ফজলুল কবির ও ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রায় ১ হাজার ৪৪২ জন ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে। প্রতিষ্ঠার দীর্ঘ ৭১ বৎসর বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রী উভয় শিক্ষার্থীরা এখানে অধ্যায়নের সুযোগ গ্রহণ করে আসছে। টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করা হলে শুধুমাত্র ছাত্রীরাই সুবিধা পাবে। এতে ছাত্ররা সুযোগ থেকে বঞ্চিত হবে। বক্তারা আরো বলেন, বিদ্যালয়টি জাতীয়করনের সকল যোগ্যতা থাকলেও এবারের জাতীয়করণের তালিকায় অর্ন্তভুক্ত করা হয়নি। আমরা টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের তালিকায় অর্ন্তভূক্ত করার দাবী করছি। বিষয়টি সরকারকে অবহিত করার জন্যই আজকের আমাদের এ আন্দোলন।
মানববন্ধন শেষে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, নাগরিক কমিটি টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।
উল্লেখ্য, সরকার টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করার ঘোষণা দিয়েছেন। আনুষাঙ্গিক কাজ ইতিমধ্যেই অনেক এগিয়ে গেছে বলে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।