বার্তা পরিবেশক
‘রোহিঙ্গা সমস্যা : আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার ১০ নভেম্বর ২০১৭, শনিবার, সকাল ১০টায় কক্সবাজার সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনুষ্ঠিত হবে। কক্সবাজার ইতিহাস গবেষণা পরিষদের উদ্যোগে ও কক্সবাজার সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কক্সবাজার সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ও কক্সবাজার ইতিহাস গবেষণা পরিষদের নির্বাহী সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন।
সেমিনারে গবেষণা পরিষদের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, পরিষদের সাধারণ সদস্যবৃন্দ, ইতিহাস বিভাগ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ও ইতিহাস গবেষকদের উপস্থিত থাকার জন্য পরিষদের সভাপতি অধ্যাপক হেসামুল হক ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর অনুরোধ করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।