সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ল ক্লাবের উদ্যোগে এলপিএল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে শুক্রবার। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সকাল ৯টায় এই টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজেমউদ্দিন সিদ্দিক, আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক  ড. মোঃ নায়েম আলীমুল হায়দার, ডিরেক্টর ফাইন্যান্স আবদুস সবুর, আইন বিভাগের প্রভাষক রাজিদুর রহমান, সহকারী রেজিস্ট্রার কুতুব উদ্দিন, আইটি ইনচার্জ আবদুল মালেক প্রমূখ।
এসময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ নায়েম আলীমুল হায়দার বলেন, খেলাধুলা মেধা ও মনন বিকাশে সহায়তা করে। এধরনের টুর্নামেন্ট আয়োজনের ফলে শিক্ষার্থীরা তাদের প্রতিভার বিকাশে সুযোগ পায়। ভবিষ্যতে এ ধরনের খেলাধুলার আরো টুর্নামেন্ট আয়োজনের আহবান জানান।
শুক্রবার প্রথম ম্যাচে অংশ নেয় লিগ্যাল ফাইটার্স ও লিগ্যাল রাইডার্স।