নুসরাত পাইরিন : জেলা প্রশাসনের উদ্যাগে উখিয়া টেকনাফের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।গতকাল বৃহস্পতিবার রাতে হিলডাউন সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। তিনি বলেন, এপারের কিছু লোক ব্যক্তিগত লাভের জন্য নৌকা নিয়ে নাফনদী পাড়ি দিয়ে মিয়ারমার থেকে রোহিঙ্গা নিয়ে আসছে। নাফনদীতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অনেকে আর্থিক লাভের জন্য আমন্ত্রণ দিয়ে রোহিঙ্গাদের এপারে চলে আসতে উৎসাহিত করছে। এটা বন্ধ করতে হবে। এধরনের পারাপারে সহযোগীতাকারী ব্যাক্তিসহ মাঝিমাল্লাদের আইনের আওতায় আনতে নাফনদী ও সাগরের মোহনায় কোষ্টগার্ড, বিজিবির টহল বাড়ানো হয়েছে। সেই সাথে রোহিঙ্গা ক্যাম্পে যারা টাকা বিতরন করবে তাদেরকেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেন তিনি।
জেলা প্রশাসক অারো বলেন, রোহিঙ্গাদের কারনে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে জন্য প্রশাসনের সাথে জনপ্রতিনিধিসহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের এক হয়ে কাজ করতে হবে। এ সময় পুলিশ সুপার ড.একএম ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদ, একেএম লুৎফর রহমান, বিজিবি, পুলিশ, কোষ্টগার্ড, গোয়েন্দা সংস্থা, জেলা আওয়ামী লীগ, জনপ্রতিনিধি, উখিয়া ও টেকনাফ উপকূলের ট্রলার মালিক ও মাঝিমাল্লাসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।