জহির খন্দকার:
রামু উপজেলার ঈদগড় করলিয়ামুরা গ্রামের আলোচিত নজির হত্যাকান্ডে আসামীরা বাদী পক্ষকে প্রান নাশের হুমকি দিয়ে উড়ো চিঠি দেওয়ায় নিরাপত্তার দাবীতে বাদী পক্ষ গত কাল বিকাল ৩ টায় ঈদগড় লেখক ও সাংবাদিক পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
হত্যাকান্ডে নিহত নজির আহাম্মদের পুত্র হেলাল উদদীন তার লিখিত বক্তব্যে দাবী করেন গত ২৬/০৮/১৭ ইং রাত আনুমানিক সাড়ে ৮ টায় পার্বত্য বাইশারী করলিয়ামুরা গ্রামের জনৈক নুরুল আলমের বাড়ীর পাশ্বে সন্ত্রাসীরা কুপিয়ে তার বাবাকে হত্যা করে।এই ঘটনায় নাইক্ষ্যংছড়ি
থানা ও বান্দরবান আদালতে পৃথক ২ টি মামলা রুজু হয়।কিন্ত দু:খের বিষয় পুলিশ আজ পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার করেনি।গত কাল ৮ নভেম্বর রাতে নিহত নজির আহাম্মদের পুত্র হেলাল উদদীন স্ত্রী আমেনা খাতুন পুত্র নুরুল ইসলাম ও জসিম উদদীনে বাড়ীর দরজায় ৪ টা উড়োচিঠি জুলিয়ে দেয়।উড়ো চিঠিতে হত্যা মামলা তুলে নিতে নির্দেশ ও ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করা হয়।অমান্য করলে নজির আহাম্মদের মত হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয় বলে তিনি উল্লেখ করে বলেন আমার পুরো পরিবার নিরাপত্তাহিনতায় ভুগছি।তিনি জানান মামলার তদন্ত কর্মকর্তার উপর আমার কোন রকম আস্তা নেই তাই মামলার বাদী আমার মা আমেনা খাতুন বান্দরবান জেলা পুলিশ সুপার বরাবর মামলার আই ও পরিবর্তনের জন্য আবেদন করেছেন।আমরা মামলা আই ও পরিবর্তনসহ নিরাপত্তা দাবী জানাচ্ছি।
এই সময় নিহত নজির আহাম্মদের ৩ পুত্র হেলাল উদদীন জসিম উদদীন ও নুরুল ইসলাম উপস্তিত ছিল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।