চকরিয়া অফিস:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মালেককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। গতকাল ৯ নভেম্বর বিকাল ২টা ৫০মিনিটে এ ঘটনা ঘটেছে। এনিয়ে হুমকির শিকার প্রধান শিক্ষক বাদী হয়ে এদিন চকরিয়া থানায় জিডি (নং ৩৯৭) দায়ের করেছেন। তিনি ডুলাহাজারা কাটাখালী গ্রামের মৃত হাজী করম আলীর পুত্র।
প্রধান শিক্ষক অভিযোগ করে জানান, বিদ্যালয়ের অফিস চলাকালীন সময়ে তার ব্যবহৃত মোবাইল ০১৭১৬৫২৯২০৩ নাম্বারে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ০১৮৩৬৭০৮৭৪৩ নাম্বার থেকে বিকাল ২টা ৫০ মিনিটে ফোন করে কোন কারণ ছাড়াই আকষ্মিকভাবে অকাট্য ভাষায় গালি-গালাজ করে। এক পর্যায়ে ফোন কেটে দিলে পূণরায় ফোন করে প্রাণনাশের হুমকি প্রদান করে। এনিয়ে তিনি আইনের আশ্রয় গ্রহণ করেছেন। তিনি প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে হুমকিদাতার নাম্বারের অজ্ঞাত ব্যক্তির সন্ধান চেয়ে শাস্তি কামনা করেন। এদিকে প্রধান শিক্ষককে হুমকি প্রদানের বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে বলে সূত্রে জানাগেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, থানার একজন অফিসার দিয়ে বিষয়টি তদন্ত করা হবে। এর সত্যতা পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চকরিয়ায় প্রধান শিক্ষককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
