এম.জিয়াবুল হক,চকরিয়া :
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে বৃন্দা শ্রী শর্মা (২৬) নামের এক শিক্ষিকাকে প্রকাশ্যে বিদ্যালয়ে ঢুকে মারধরের ঘটনা ঘটেছে। এতে ওই শিক্ষিকা গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে ওই শিক্ষিকাকে মারধর করা হয়। বুধবার বিকেলে এ ঘটনায় আক্রান্ত শিক্ষিকা বাদি হয়ে অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। আহত বৃন্দা শ্রী শর্মা স্থানীয় নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, সহকারী শিক্ষিকা বৃন্দা শ্রী শর্মাকে বিদ্যালয়ে ঢুকে মারধর করায় তাঁরাও আতঙ্কে রয়েছেন। ঘটনার পর থেকে ভয়ে ক্লাসে আসছেন শিক্ষকেরা। শিক্ষার্থীর উপস্থিতিও কমে গেছে। তারা এঘটনার দৃষ্টান্তমূলক ব্যবস্থা চান।
অভিযোগে জানা গেছে, মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর দুইটায় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার ও স্থানীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সমাবেশ শেষ হওয়ার পর প্রধান শিক্ষকের কক্ষে অবস্থান করেন আগত অতিথিরা। এ সময় স্কুলের অপর একটি কক্ষে শিক্ষিকা বৃন্দা শ্রী শর্মাকে একা পেয়ে বিদ্যালয়ের পাশের বাসিন্দা লুৎফুর রহমান, গিয়াস উদ্দিন, নাজিম, আবদুল্লাহ, জাহাঙ্গীর মোস্তফা অতর্কিত অবস্থায় হামলা করে। এসময় তাকে কিল-ঘুষি মারে ও শ্লীলতাহানির চেষ্টা করে। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ নোমান শিবলী বলেন, বিদ্যালয়ে ঢুকে শিক্ষকের ওপর হামলা করা ন্যাক্কারজনক ঘটনা। বিষয়টি তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।