ছাত্র যত বড় হোক না কেন, শিক্ষকের কাছে সে সব সময় কোমলমতী ছাত্র-ই থাকে : সাবেক মূখ্য সচিব মো. আবদুল করিম
মোহাম্মদ হোসেন,হাটহাজারী,
হাটহাজারী কলেজের অবসরপ্রাপ্ত ১২ জন শিক্ষককে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মূখ্য সচিব মো. আবদুল করিম বলেন, ছাত্র-শিক্ষকের সম্পর্ক অভ্যন্ত মধুর, কোমল ও নমনীয়। ছাত্র যত বড় হোক না কেন, শিক্ষকের কাছে সে সব সময় কোমলমতী ছাত্র-ই থাকে। আর শিক্ষকও ছাত্রের কাছে পরম শ্রদ্ধার পাত্র। তার দৃষ্টান্ত প্রমান আজকের এই বিদায়ী সংবর্ধীত শিক্ষকের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের লুকিয়ে লুকিয়ে চোখ মুছার দৃশ্য। তিনি সংবর্ধিত শিক্ষকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তার দীর্ঘায়ু, সুস্থতা ও সফলতা কামনা করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী কলেজ অধ্যক্ষ মির কফিল উদ্দীন। কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবু মুছা মো. মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী। এছাড়া বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদ, সহকারী অধ্যাপক আবদুস সাত্তার চৌধুরী, ও সহকারী অধ্যাপক কাজী জয়নুল আবেদীন।
সংবর্ধিত শিক্ষকগণ হলেন উপাধ্যক্ষ নুরুল হুদা কুতুবী, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল কাদের, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান খান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী আয়েশা সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোজাফ্ফর উদ্দীন আহমদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলদার বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম কুতুবী, পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক মফিজুর রহমান মজুমদার।##
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।