মহেশখালী প্রতিনিধি :

টানা চতুর্থ বারের মত ককস বাজার জেলার শ্রেষ্ঠ সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছে ’ওকেএম গ্রুপ’। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল ৮ নভেম্বর চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে আয়কর মেলার সমাপণী ও সর্ব্বোচ্চ কারদাতাদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মীনা, জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী, কমিশনার কাষ্টমস সৈয়দ গোলাম কিবরিয়া, চেম্বার এন্ড কমার্স সভাপতি মাহবুবুল আলম সহ গণ্যমান্য ব্যাক্তিগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুব হোসেন, কর কমিশনার, কর অঞ্চল-১, চট্টগ্রাম। উক্ত অনুষ্ঠানে মেয়র আ,জ,ম নাছির উদ্দিনের কাছ থেকে কক্সবাজার জেলার সর্ব্বোচ্চ কর দাতার সম্মাননা গ্রহন করেন ওকেএম গ্রুপের ব্যবস্থানা পরিচালক এবং ওকেএম ট্রেডিং কোং এর স্বত্তাধিকারী ওছিউর রহমান।