সংবাদ বিজ্ঞপ্তি:
ঝিলংজা ইউনিয়ন খরুলিয়া মাস্টারপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হাজী ইছহাক চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ০৮ নভেম্বর বুধবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মরহুমের জানাযা বৃহষ্পতিবার সকাল ৯ টায় খরুলিয়াবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে হাজী ইছহাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম, সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম হাজী ইছহাক ইসলামী আন্দোলনের জন্য ছিলেন অত্যন্ত নিবেদিত প্রাণ। নিষ্ঠা ও সততার সাথে তিনি আমৃত্যু ইসলামী আন্দোলনের কাজ আঞ্জাম দিয়ে গেছেন। যেকোন সংকট মূর্হুতে তিনি সংগঠন ও মানবতার কল্যাণে এগিয়ে যেতেন সর্বাগ্রে। আমরা হাজী ইছহাক হারিয়ে খুবই মর্মাহত এবং শূণ্যতা অনুভব করছি। নেতৃবৃন্দ মহান আল্লাহ কাছে মরহুম হাজী ইছহাকের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ স্থান কামনা করেন পাশাপাশি শোক সন্তপ্ত পরিবাব-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোক বার্তায় খরুলিয়া মাষ্টারপাড়া নিবাসী আতিকুল ইসলামের পিতা শফর মল্লুকের (৭৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সদর চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ। নেতৃদ্বয় মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।