রকমারী ডেস্ক: রিল্যাক্সড মুডে জীবনযাপনে অভ্যস্ত ফরাসিরা। বেশ কয়েকটি ন্যুড সি-বিচ ও পুলও রয়েছে সে দেশে। এ বার হল নগ্ন রেস্তোরাঁ। এই প্রথম। প্যারিসের এই রেস্তোরাঁর দরজায় জামাকাপড় খুলে তারপর সেখানে প্রবেশ করতে হবে। সম্পূর্ণ নগ্ন হয়ে ডিনার সারবেন মানুষজন।
বৃহস্পতিবার প্যারিসে ধূমধাম করে এই রেস্তোরাঁর উদ্বোধন হয়েছে। এর নাম রাখা হয়েছে ও নেচার! একসঙ্গে ৪০ জনের খাওয়া-দাওয়ার ব্যবস্থা রয়েছে এই রেস্তোরাঁয়। খাবারের দাম শুরু হচ্ছে প্রায় ২০০০ টাকা থেকে। মানুষজন যখনই রেস্তোরাঁয় ঢুকবেন, তখন তাঁদের সমস্ত জামাকাপড় খুলে রেখে দিতে হবে ওয়ারড্রোবে। তবে রেস্তোরাঁর ভেতরে কে কীভাবে আছেন, তা বাইরের লোকের কাছে গোপনই থাকবে। সেভাবেই তৈরি করা হয়েছে রেস্তোরাঁ।
হাল্কা ও ফুরফুরে মেজাজে থাকার নয়া এই কনসেপ্টকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষজন। একজন তো বললেন, ‘রাস্তা থেকে ভেতরে কিছু দেখা যাচ্ছে না। আমরা সবাই জানি, ভেতরে কি হচ্ছে। আরে, এটা তো কোনও ম্যাসাজ পার্লার নয়।’ রেস্তোরাঁর গ্র্যান্ড ওপেনিং-এ প্যারিস নেচারিস্ট অ্যাসোসিয়েশনকে আমন্ত্রণ জানিয়েছিলেন দুই ম্যানেজার মাইক ও স্টিফেন সাড্ডা।
ফ্রান্সে এমন নগ্ন রেস্তোরাঁ এই প্রথম হলেও বাকি পৃথিবীর কাছে এই কনসেপ্ট নতুন কিছু নয়। লন্ডনে প্রথম বুনিয়াদি নামে ন্যুডিস্ট পপ-আপ রেস্তোরাঁ খোলা হয়েছিল গত বছর। স্পেনের টেনেরিফ দ্বীপপুঞ্জের ইন্যাটোতে খাবার সার্ভ করা হয় রেস্তোরাঁ কর্মীদের নগ্ন শরীরের উপর।