ইমাম খাইর, সিবিএন
কক্সবাজার শহরের নাজিরারটেক শুটকি মহালে অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুরের এ অভিযানে শুটকিতে বিষ মেশানোর অভিযোগে জামাল হোসেন, মো: শাজাহান, মোঃ ইদ্রিস নামের তিন জনকে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট জুয়েল আহমেদ।
একই সঙ্গে সতর্ক করা হয়েছে অন্যান্য শুটকি ব্যবসায়ীদেরও।
অভিযানকালে কক্সবাজার সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমদ, জেলা প্রশাসনে পেশকার আনোয়ার হোসাইনসহ পুলিশ ও আনসার  সদস্যরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট জুয়েল আহমেদ সিবিএনকে জানান, কক্সবাজারে উৎপাদিত শুটকি দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। কিন্তু শুটকি তৈরী করতে গিয়ে অনেকে অসাধু পথ অবলম্বন করে। দীর্ঘদিন রাখার জন্য বিষাক্ত ক্যামিকেল মেশায়, যা মানবদেহের জন্য মারাত্নক ক্ষতিকর।
তিনি জানান, নাজিরারটেকসহ বিভিন্ন এলাকার শুটকিতে বিষ মেশানো অভিযোগ দীর্ঘ দিনের। অবশেষে অভিযান চালানো হলো। এ অভিযান অব্যাহত থাকবে।