আবদুল মজিদ, চকরিয়া:
কক্সবাজার জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ২৩ নভেম্বর’১৭ইং অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে গত ৬ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান শেষ হয়েছে। ঘোষিত তফসীল অনুযায়ী আজ ৮ নভেম্বর মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীদের যাছাই-বাছাইয়ের দিন ধার্য্য রয়েছে। কাল ৯ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ১২ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ১৩ নভেম্বর প্রতিদ্বন্ধী প্রার্থীদের তালিকা প্রকাশ ও ২৩ নভেম্বর আকাংখিত ও প্রতিক্ষিত নির্বাচন। শেষ্ট বিদ্যালয়ের এই নির্বাচনকে কেন্দ্র করে চকরিয়া, তথা আশ-পাশ উপজেলায় অবস্থানরত অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির নির্বাচনে মাধ্যমিক ও প্রাথমিক শাখায় অভিভাবক সদস্য পদে প্রার্থীরা এবং দাতা, প্রতিষ্ঠাতা, শিক্ষক ক্যাটাগরিসহ সংশ্লিষ্ট পদের স্ব স্ব প্রার্থীরা মনোনয়নপত্র ইতিমধ্যে সংগ্রহ করে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের হাতে জমা দিয়েছেন।
চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ জানিয়েছেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হিসেবে গড়ে তোলতে প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছেন। থাকবে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ২৩ নভেম্বর সকাল ১০ হতে বিকাল ৪ টা পযর্ন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থীগনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।